কম্পিউটারের file কি আসলেই কখনো নষ্ট হয়?
একটি .jpg ছবি অনেক সময় ছবি হওয়ার পাশাপাশি java file -ও হতে পারে। এমনকি সেই ছবিটি যদি AES দিয়ে encrypt করেন, তাহলে সেই .jpg ছবি হয়ে যাবে .png ছবি। এমনকি অনেক সময় .jpg ছবির মধ্যেই আরেকটি .png ছবি যুক্ত থাকতে পারে। সেক্ষেত্রে, .jpg ছবিকে unzip করার মাধ্যমে .png ছবিটি পেতে হয়। এভাবে অনেক কিছুই যুক্ত করা যায়। যেমনঃ Windows কম্পিউটারে Powershell ব্যাবহার করে ছবির প্রতি pixel এর সাথে ক্ষতিকর payload এর ১ bit যুক্ত করে দেওয়া হচ্ছে অনেক সাইবার আক্রমণে। আবার, Windows কম্পিউটারের .docx কে rename করে .zip করে দিন; আসলেই .zip হয়ে যাবে এবং সেই .zip এর মধ্যে folder পেয়ে যাবেন।
বুঝতে পারছেন বিষয়টি? একই file নিয়ে বিভিন্ন অপারেশন করে বিভিন্ন রূপ দিয়ে দেওয়া সম্ভব।
আপনি নিশ্চয়ই জানেন- কম্পিউটার কাজ করে 0 আর, 1 বাইনারি পদ্ধতিতে। এখন আপনি যদি এই 0 আর, 1 নিয়ে কাজ করার শিক্ষা ও যোগ্যতা অর্জন করতে পারেন তাহলে আপনার কাছে কোন file ই মূলত মূল্যহীন হবে না। এমনকি file এর মধ্যে কোন সমস্যা থাকলে কম্পিউটারের (ফাইল সিস্টেমের) কাছে file টি corrupted মনে হলেও, আপনি সেই file নিয়ে নিজে থেকেই অনেক কাজ করতে পারবেন। এমনকি corrupted অবস্থা থেকে ঠিকও করতে পারবেন অনেক ক্ষেত্রে। মনে রাখবেন, file এর আবিষ্কার কিন্তু মানুষই করেছে।